One day with the children
One day with the children
24.11.2023
আজ আমরা একসাথে সারা দিন কাটালাম বাচ্চাদের সাথে।
একসাথে সবাই আনন্দ করতে করতে আমরা জানলাম গাছের গল্প, গাছে বসবাসকারি পোকা মাকড়, পাখি দের গল্প। তার পর সবাই মিলে বেরোলাম পোকা, মাকড় আর পাখী গুলো কে খুঁজে বের করতে। সেখান থেকে ফিরে সবাই মিলে যা যা দেখলাম, জানলাম তা নিয়ে একটা করে ছবি আঁকা হলো। সেই ছবি আমরা সংগ্রহ করে রেখেছি , ফেস্টিভ্যাল এ আসতে হবে দেখতে হলে। তারপর একটু ব্রেক , আবার শুরু হলো খেজুর পাতা সংগ্রহ করে তা দিয়ে পতিঙ্গা বানানোর কাজ। এবার সবাই একটু খাওয়া দাওয়া করে জিরিয়ে নিয়ে, ক্রিকেট ব্যাট বল নিয়ে পেটানো হলো বেশ কিছুক্ষন। সব শেষে গান গেয়ে, শুনে, হাত তালি দিয়ে এক ঝুলি আনন্দ নিয়ে বাড়ি ফিরলাম সবাই।
চক দেউলপোতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এর সমস্ত শিক্ষক দের অনেক অনেক ধন্যবাদ।